ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪ (ডিগ্রি ভর্তির ফল দেখার নিয়ম)
ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪ (ডিগ্রি ভর্তির ফলাফল দেখার নিয়ম)
ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪ (ডিগ্রি ভর্তির ফল দেখার নিয়ম) জেনে নিন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের আন্তরিক ভাবে আমন্ত্রণ জানাই এই আর্টিকেলটিতে। আমরা আজ আমাদের সাথে আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ নিয়ে, যেখানে জানা যাবে ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল 2024 কিভাবে অনলাইনে ও মোবাইল এসএমএসে জানবেন তার সঠিক নিয়ম তথা পদ্ধতি সমূহ। এতে করে আপনি চলতি শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ প্রকাশের পর কোন রকম সার্ভার ডাউনের ঝামেলা ছাড়াই ফল বাহির করতে পারবেন।
Headlines 📰
ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪
আপনারা সকলেই অবগত আছেন যে, জাবি’এর ডিগ্রি ১ম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি গত ১ জুন, ২০২৪ তারিখে প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে ৫ জুন শুরু হয় ডিগ্রি ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন, এরপর তা টানা ২৫ দিন চলে গত ৩০ জুন শেষ হয়েছে। যেখানে প্রাথমিক ভাবে ডিগ্রি ১ম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পরেছে মোট আড়াই লাখ শিক্ষার্থীর। সাধারণত অনলাইনে আবেদনের ১ মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয়, কিন্তু হঠাৎ করে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে তা পিছিয়ে যায়। এতে করে ডিগ্রি ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট ২০২৪, ২০ অক্টোবর (রবিবার) প্রকাশ করা হয়েছে।
ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২টি শাখায় শিক্ষার্থীরা ভর্তি হতে পারে, যার প্রথমটি হল অনার্স এবং দ্বিতীয়টি ডিগ্রি। অনার্স ভর্তি শেষ শুরু হয় ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ভর্তি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ১ম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ শেষে এবার পালা রেজাল্ট প্রকাশের। আপনারা জানেন যে, ডিগ্রি ভর্তির রেজাল্টে ১ম, ২য় ও ৩য় মেধা তালিকার রেজাল্ট দেওয়া হবে। এরপর আসবে রিলিজ স্লিপ ও মাইগ্রেশন রেজাল্ট (বিষয় পরিবর্তন)। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের অফিচিয়াল ওয়েবসাইটে নোটিশ তুলে ধরার মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ প্রকাশ করেছেন।
(১ম মেধা তালিকা) ডিগ্রি ভর্তি রেজাল্ট ২০২৪ NU ডিগ্রি ভর্তির ফলাফল
ডিগ্রি ভর্তির ফলাফল 2024 দেখার নিয়ম
২টি পদ্ধতি বা নিয়ম অনুসারণ জানা যাবে NU Degree Admision Result 2024 অনলাইনে ও মোবাইল এসএমএসের মাধ্যমে নিচের নীতি অনুসারণ করে।
অনলাইনে
প্রথমে ডিগ্রী ভর্তি বিষয়ক অফিচিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন: https://www.nu.ac.bd/admissions, এবার আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিন, এখন লগ-ইন বাটনে ক্লিক করুন, মেধা তালিকার ফল চলে এসবে
মোবাইল এসএমএসে
NU <space> ATDG <space> Admission Roll and Send to 16222
Example: NU ATDG 123456 and Send to 16222