সিঙ্গাপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
সিঙ্গাপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম ২০২৫]

সিঙ্গাপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি শেষ সময় ও ইফতার টাইম 2025 সিঙ্গাপুর সিটি] দেখে ও ডাউনলোড করে নিন। মুসলিম উম্মাহর সব থেকে কাঙ্ক্ষিত আরবি যে মাসটি সেটি হল পবিত্র মাহে রমজান মাস। যে মাসটি আরবি শাবান মাসের পরে আমাদের মাঝে আসে, যে মাসটির মাসব্যাপী সিয়াম সাধনা মহান আল্লাহ্ তালা আমাদের জন্য ফরজ করেছেন। সৌদি আরব সহ পৃথিবীর অন্যান্য দেশেও শুরু হতে যাচ্ছে মাহে রমজান। ঠিক একই ভাবে দক্ষিণ এশিয়ার দেশ সিঙ্গাপুরে দেখা মিলেছে রমজানের চাঁদের। এতে করে আমাদের আয়োজন সিঙ্গাপুরের রমজানের সময়সূচি ২০২৫, যাতে সহজেই জানা যাবে আজকের রোজার সেহরি ও ইফতারের ক্যালেন্ডার 2025।
Headlines 📰
সিঙ্গাপুর রোজার সময়সূচি 2025
আপনারা সকলেই অবগত আছনে যে, সিঙ্গাপুর খুব ছোট একটি দেশ, কিন্তু বিশ্বের বুকে উন্নতির শীর্ষে তার অবস্থান। কারণ তারা আয়তনের দিক থেকে ছোট হলেও উন্নত আর প্রযুক্তিতে ঢের এগিয়ে রয়েছে। প্রতি বছর বাংলাদেশের প্রচুর সংখ্যক প্রবাসী সিঙ্গাপুরে পাড়ি জমায়। কারণ নানা ধরণের সুযোগ সুবিধার পাশাপাশি রয়েছে ভাল বেতন, এসব প্রবাসীরা সেদেশেই রমজানের রোজা করে থাকেন। এতে করে তাদের দেখা না জানা উচিদ সিঙ্গাপুর রোজার সময়সূচি 2025, যেখানে একে, একে জানতে পারবে প্রতিদিনের রমজানের সময়সূচি।
সিঙ্গাপুরের ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫
রমজান মানে আমাদের কাছে অন্য রকম অনুভূতি, কেন না এ মাসে নাযিল হয়েছে পবিত্র আল-কুরআন। এ মাসে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী পবিত্র লাইলাতুল কদর। এতে করে দেশে এবং বিদেশে যেখানেই ইসলাম ধর্মের অনুসারীরা অবস্থান করুক তারা সিয়াম বা রোজা রাখবেন। তাই এখন আপনারা যারা কাজের অথবা পড়াশুনার জন্য সিঙ্গাপুরে রয়েছেন তাদের জন্য ইফতার ও সেহরির সময়সূচি সংক্রান্ত রমজানের ক্যালেন্ডার ২০২৫ নিচের অংশে তুলে ধরা হল।
কাতার রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
সিঙ্গাপুর সেহরির শেষ সময় 2025
আজকে সিঙ্গাপুরে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা, এতে করে প্রথম রোজা হতে শেষ পর্যন্ত প্রতিদিনের সেহরির সময়সূচি জেনে নিতে হবে। যার ফলে কোন রোজার সেহরির করতে সমস্যায় পড়তে হবে না। সিঙ্গাপুরের আজকের সেহরির শেষ সময় ভোর ০৬:০৫ টায়।
সিঙ্গাপুর আজকের ইফতারের সময়সূচি ২০২৫
দক্ষিণ এশিয়ার দেশ সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ভূগোলিক ভাবে ২ ঘণ্টা এগিয়ে রয়েছে। এতে করে বাংলাদেশের চেয়ে স্বাভাবিক ভাবে ২ ঘণ্টা আগে তাদের ইফতার করতে হবে। সিঙ্গাপুরের রোজার ক্যালেন্ডার অনুযায়ী আজকের ইফতার হবে সন্ধ্যে ০৭:১৯ টায়।