আরব আমিরাত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
আরব আমিরাত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম ২০২৫]

আরব আমিরাত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি শেষ সময় ও ইফতার টাইম 2025 আরব আমিরাত, দুবাই, শারজাহ ও আবুধাবি] দেখে ও ডাউনলোড করে নিন। হিজরি ১৪৪৬ সনের শাবানের পর আমাদের মুসলিম উম্মাহর মাঝে এসেছে রহমতের বাণী নিয়ে পবিত্র মাহে রমজান মাস। এ মাসের রোজাকে মহান আল্লাহ্ তালা ফরজ করেছেন তা আমাদের সকলের জানা।
প্রতিটি মুসলিমদের সেরা সুযোগ রমজানের রোজা তথা সিয়াম পালনের মধ্যে দিয়ে জীবনের পাপ ও ভুল ত্রুটি গুলো আল্লাহ্র কাছে থেকে ক্ষমা করে নেওয়া। কারণ সব থেকে বেশি ক্ষমা এই রমজান মাসে করা হয় এবং আল্লাহ্ তালা রমজানের রোজা সহ সকল রোজার নেকি তথা প্রাপ্য নিজ হাতে দিয়ে থাকেন। এতে করে আপনারা যারা এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তাদের জন্য এই আর্টিকেলে দেশটির রোজার সময়সূচি ২০২৫ তুলে ধরবো যাতে করে আজকের সেহরি ও ইফতারের টাইম দেখে নিতে পারেন।
Headlines 📰
আরব আমিরাত রোজার সময়সূচি 2025
মুসলিম সংখ্যা গরিষ্ঠের দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সাধারণত দেশটির পরিচিতি দুবাই শহরের বেশি। গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শাবান মাসের ৩০ তারিখ সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যায়। এতে করে পরের দিন অর্থাৎ ১ মার্চ আরব আমিরাতে শুরু হচ্ছে প্রথম রোজা। তাই দেশটির মুসলিম সহ প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা আরব আমিরাতের দুবাই রমজানের রোজার সময়সূচি 2025 খুঁজবে। কারণ রমজানের রোজার সঠিক সূচি ছাড়া সেহরি ও ইফতার করা মস্কিল বটে। ইতোমধ্যেই আরব আমিরাতের সরকার চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের রোজার সময়সূচি প্রকাশ করেছে।
আরব আমিরাতের ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫
রমজান সহ যেকোনো মাসের যেকোনো রোজা রাখার ক্ষেত্রে সেহরি এবং তার পর ইফতার করতে হয়। কারণ সেহরির মাঝে আল্লাহ্ পাক রহমত, বরকত রেখেছেন, পক্ষান্তরে ইফতারের মাঝেও। তবে এই সেহরি ও ইফতার কখন বা কয়টায় করতে হবে? তা কিন্তু জানা প্রয়োজনীয়। কেন না রোজা রাখার ক্ষেত্রে সেহরি ও ইফতারের একটু নিধারিত ক্যালেন্ডার করেছে। আমরা জানি যে, আরবি সহ প্রতিটি মাসের একটি করে আলাদা ক্যালেন্ডার থাকে, ঠিক তেমনি ভাবে রমজানের জন্য সেহরি ও ইফতারের সময়সূচির বিশেষ ক্যালেন্ডার রয়েছে। এতে করে আপনারা আরব আমিরাতের ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫ হতে জেনে নিতে পারবেন সেই টাইম।
দুবাই রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ [আজকের সেহরি ও ইফতার টাইম]
সংযুক্ত আরব আমিরাত সেহরির শেষ সময় 2025 দুবাই, শারজাহ ও আবুধাবি
আমরা আগেই বলেছি বা সকলে জানি যে, সংযুক্ত আরব আমিরাতের থেকেও বেশি তাদের দুবাই শহরটিকে বেশি চিনে। সেই দেশটিতে অর্থাৎ দুবাই, শারজাহ ও আবুধাবিতে সেহরির সময়সূচি সকলেই জানতে চায়, বিশেষ করে যারা এখন সেখানে রয়েছে। তাদের জানাতে চায়, UAE তথা আরব আমিরাতের আজকের সেহরির সময় হল ভোর ৫ টা ২৩ মিনিট।
আরব আমিরাত আজকের ইফতারের সময়সূচি ২০২৫
রমজানের রোজা রাখার পর বিশেষ করে প্রথম দিকে সকলেই আগ্রহ নিয়ে অপেক্ষা করেন কখন মাগরিবের আযান হবে। কারণ মাগরিবের আযানের সাথে, সাথেই ইফতার নিতে হয়। আরব আমিরাতের প্রথম রোজার অর্থাৎ আজকের ইফতার বিকাল ৬ টা ১৯ মিনিটে হবে।