সৌদি মদিনা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
সৌদি আরব মদিনা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)

সৌদি মদিনা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়) জেনে নিন। আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমজান, সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার) অর্থাৎ আরবি ২৯ শাবানে পবিত্র মাহে রমজানের চাঁদ উঠেছে সৌদি আরবে। এতে করে সৌদি আরবে রমজানের প্রথম রোজা শুরু হচ্ছে আগামীকাল ১ মার্চ (শনিবার) থেকে। আমরা জানি যে, সৌদি আরব মুসলিম উম্মাহ প্রাণকেন্দ্রের একটি দেশ, যেখানে মক্কা ও মদিনার মতো পবিত্র ভূমি রয়েছে। আজকে আমরা আলোচনা করবো সৌদি আরবের মদিনা রমজানের সময়সূচি ২০২৫ এতে করে জানা যাবে আজকের সেহরি ও ইফতারের সময় সূচি।
Headlines 📰
সৌদি মদিনা রমজানের সময়সূচি ২০২৫
সোনার মদিনা যেখানে ঘুমিয়ে আছেন দ্বীনের নবী মহানবী হযরত মুহাম্মদ সাঃ। পবিত্র হজ্জ ও উমরাহ্ করতে আমাদের যেতে হয় সৌদি আরবের এই পূণ্যভূমি মদিনাতে। এমন অবস্থায় যদি সেখানে পবিত্র মাহে রমজান মাস আসে, তাহলে তাদের সেখানেই ফরজ রোজা গুলো করতে হবে। আমরা জানি যে, সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা প্রায় ২৭ লাখের উপরে। এতে করে আমরা বিশেষ ভাবেই বাংলা ভাষাভাষী মানুষদের জন্য সৌদি মদিনা রমজানের সময়সূচি ২০২৫ তুলে ধরেছি। যার ফলে তারা সৌদি আরবের মদিনা শহরে অবস্থান করেও স্থানীয় সময় অনুসারে রমজানের রোজা গুলো করতে পারবেন ইনশাআল্লাহ্।
সৌদি আরব মদিনা রমজানের ক্যালেন্ডার 2025
একটি বছর পরে আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রমজানের রোজা, যে মাসের রোজা তথা সিয়ামকে মহান আল্লাহ্ তাআলা করেছেন ফরজ ইবাদাত। এতে করে আমাদের জন্য আবশ্যিক রমজানের সিয়াম গুলো পূর্ণ ভাবে করা। যার কারণে প্রথমেই প্রয়োজন সৌদি আরব মদিনা রমজানের ক্যালেন্ডার 2025 এতে করে আপনি পূর্ণ ভাবে প্রতিটি রোজার ইফতার ও সেহরির সময় সূচি জানতে পারবেন। যার ফলে আল্লাহ্র রহমতে আপনি সেহরি করে রোজা রাখতে এবং একই সাথে ইফতার করতে পারবেন। আমরা জানি যে, সৌদি আরবের মদিনা নগরীতে বাংলাদেশীরা হজ্জ ও উমরাহ্ করতে যান এবং কর্মী হিসেবেও রয়েছেন।
[শহর ভিত্তিক জেনে নিন] সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব মদিনা ২০২৫
আলহামদুলিল্লাহ এখন পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে বিরাজ করছে, যে মাসটির অপেক্ষায় ছিল কোটি মুসলিম হৃদয়। অবশেষে তা এখন আমাদের মধ্যে, তাই আমরা এখন যে যেখানেই অবস্থান করি না কেন, করতে হবে সেহরি। আজকের সেহরির শেষ সময় সৌদি আরব মদিনা 05:28 টায়।
আজকের ইফতারের সময় সৌদি আরবের মদিনা
রমজানের রোজা রাখার ক্ষেত্রে প্রথমে সেহরি করার পর, দ্বিতীয় ধাপ হিসেবে ইফতার করতে হয়। এই ইফতার সন্ধ্যায় মাগরিবের নামাযের আযানের সময় করতে হয়। আজকের ইফতারের সময় সৌদি আরবের মদিনাতে 06:25 টায়।