আজকের আর্জেন্টিনা vs চিলি বিশ্বকাপ বাছাইপর্ব খেলা লাইভ Online, Tv
আজকের আর্জেন্টিনা vs চিলি বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ লাইভ অনলাইন, টিভি

আজকের আর্জেন্টিনা vs চিলি বিশ্বকাপ বাছাইপর্ব খেলা লাইভ সরাসরি Online, Tv টিভি চ্যানেল ও অনলাইনে। ল্যাটিন আমেরিকার টুর্নামেন্ট কোপা আমেরিকার ৪৮ তম আসরের শিরোপা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল আবারও মাঠে নামতে চলেছে। এবার তাদের মিশন বিশ্বকাপ বাছাইপর্ব, যেখানে প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে চিলি জাতীয় ফুটবল দলের বিপক্ষে। এ ম্যাচটি উপভোগ করতে মুখীয়ে রয়েছে বিশ্বের অসংখ্য আর্জেন্টিনা দলের সমর্থকরা। ইতোমধ্যেই আমরা শেয়ার করেছি আর্জেন্টিনা vs চিলি ম্যাচ বাংলাদেশ সময় কবে, কখন ও কোথায় অনুষ্ঠিত হবে। এবার পালা Argentina vs Chile ম্যাচটি অনলাইনে এবং কোন টিভি চ্যানেলে দেখবেন তার নিয়ম জানা।
Headlines 📰
আজকের আর্জেন্টিনা vs চিলি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৪
এই মুহূর্তে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সব থেকে ফর্মে তথা ছন্দে রয়েছে, তারা টানা অনেকদিন ধরে রয়েছে অপরাজিত। তাদের এই অপ্রতিরোধ্য মনোভাব তাদের কোপা আমেরিকা, ফিনালিসিমা কাপ এবং সর্বশেষ ফিফা কাতার বিশ্বকাপের ২০২২ এর ট্রফি জয়লাভ করেছেন। এতে করে তাদের মনোভাব রয়েছে চাঙ্গা, যার মধ্যেই সামনে রয়েছে চিলি, যেখানে তারা ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে। আর্জেন্টিনা বনাম চিলি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আজ ৬ মার্চ (শুক্রবার) ভোর ৬ টায় শুরু হবে, যা আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মাস মনুমেন্টালে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা বনাম চিলি ফুটবল ম্যাচ লাইভ স্কোর আপডেট 2024
বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আর্জেন্টিনা দলের এমন কোন ভক্ত নেই যারা তাদের প্রিয় দলের খেলা মিস করে। কিন্তু সব সময় সব ম্যাচ যেমন মাঠে বসে দেখা হয় না, তেমনি ভাবে আবার টিভি চ্যানেলে বা অনলাইনেও দেখতে পারে কাজের চাপে।
তাদের করে তাদের একমাত্র ভরসার জায়গা হল লাইভ স্কোর আপডেট দেখা বা জানা। এতে করে আপনারা এখানেই জানতে পারবেন আর্জেন্টিনা বনাম চিলি আজকের ফুটবল ম্যাচের লাইভ স্কোর আপডেট 2024। কারণ আমরা আজকের আর্জেন্টিনা ও চিলির বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্কোর তুলে ধরবো।
আর্জেন্টিনা বনাম চিলি বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন ও কোথায়
আজকের আর্জেন্টিনা বনাম চিলি খেলা সরাসরি লাইভ Online, TV & Apps
আজ কখন ও কোথায় কিভাবে দেখবেন আর্জেন্টিনা বনাম চিলির মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের খেলাটি? সাধারণত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের টিভি চ্যানেলের, পাশাপাশি অনলাইনে ও মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখানো হবে ম্যাচটি। বাংলাদেশের টি স্পোর্টস টিভি চ্যানেলের পাশাপাশি ভারতের সনি লাইভ টিভি চ্যানেল ও অ্যাপসে সহ অনলাইনে ফিফা প্লাস টিভি, এবং স্পোর্টসজি দেখানো হবে Argentina vs Chile আজকের ম্যাচটি।