ব্রাজিল বনাম পেরু বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন, কোথায়, লাইভ
ব্রাজিল vs. পেরু বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন, কোথায়, লাইভ

ব্রাজিল বনাম পেরু বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন, কোথায়, লাইভ এবং সরাসরি দেখবেন জেনে নিন। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের ভক্ত, সমর্থক রয়েছে পুরো বিশ্ব জুড়ে। এতে করে দলটি যখন, যেখানে মাঠে নামে তাদের সমর্থকরা মুখীয়ে থাকে সেই ম্যাচ গুলো উপভোগ করতে। তেমনি ভাবে ব্রাজিল এবার তাদের ২০২৬ বিশ্বকাপের ৯ তম বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে পেরুর বিপক্ষে। আসুন জেনে নিই ব্রাজিল বনাম পেরু বিশ্ব বাছাইপর্বের সেই ম্যাচটি কবে, কখন ও কোথায় অনুষ্ঠিত হবে এবং সরাসরি লাইভ দেখার উপায় কি।
Headlines 📰
ব্রাজিল বনাম পেরু বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন ও কোথায়
ইতোমধ্যেই জেনে গেছেন যে, ব্রাজিল জাতীয় ফুটবল দল মাঠে নামতে চলেছে, যাদের প্রতিপক্ষ নিধারিত হয়েছে পেরু জাতীয় ফুটবল দল। ল্যাটিন তথা দক্ষিণ আমেরিকার বিশ্ববাছাইপর্বের খুব একটা ভাল অবস্থানে নেই যদিও সেলেসাওরা। তারপরও দলটার নাম ব্রাজিল এবং এর আগের অর্থাৎ ৮ তম বাছাইপর্বের ম্যাচে তারা ২-১ গোলে শক্তিশালী চিলিকে হারিয়েছে এবং বর্তমানে গ্রুপপর্বের ৪র্থ নম্বরে অবস্থান করছে। এবার পরের ম্যাচে ব্রাজিল বনাম পেরু বিশ্বকাপ বাছাইপর্বের খেলা বাংলাদেশ সময় ১৬ অক্টোবর, ২০২৪ (বুধবার) সকাল ০৬.৪৫ টায় শুরু হবে, যা ব্রাজিলের এরিনা বিআরবি মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ব্রাজিল vs পেরু মুখোমুখি হেড টু হেড পরিসংখ্যান, লাইন আপ
আমরা জানি যে, ফুটবল বাঙ্গালীদের আবেগে মিশে রয়েছে তাই ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দল গুলোর খেলা হলে তারা উৎসবে মাতে। এবং একই সাথে যে দলের সাথে তারা মুখোমুখি হতে যায় তাদের বিস্তারিত খবর জানতে চায়। যেমন ব্রাজিল বনাম পেরু ম্যাচ হতে চলেছে, এতে করে জেনে নিতে চায় তাদের হেড টু হেড বা মুখোমুখি পরিসংখ্যান ও লাইন আপ সমূহ।
আমরা জানি যে, ব্রাজিল তাদের ফুটবল ইহিতাসে শক্তিশালী একটি দেশ, যাদের রয়েছে গৌরবময় সব অর্জন, অন্যদিকে পিছিয়ে পেরু। ব্রাজিল, পেরু এই পর্যন্ত মোট ৫২ ম্যাচ খেলেছে যেখানে ব্রাজিলের জয় ৩৮টি ম্যাচ, পেরু জয় ৫টি ম্যাচে এবং অন্য ৯টি ম্যাচ ড্র হয়েছে। এতে করে জানা যায় কম শক্তির পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশের লাইন আপ হবে ৪-৪-২।
ব্রাজিল বনাম চিলি বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ কবে, কখন, কোথায়, লাইভ
Brazil vs Peru আজকের ফুটবল খেলা সরাসরি লাইভ যেভাবে দেখবেন
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মোকাবেলা করতে হবে পয়েন্ট টেবিলের নিম্ন সারির দল পেরুকে। যদিও ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলা হওয়াতে এই ম্যাচে সকলের নজর থাকবেই। এতে করেই সবাই জানতে চেয়েছে Brazil vs Peru আজকের খেলাটি কোথায় ও কিভাবে সরাসরি লাইভ দেখা যাবে।
বাংলাদেশী দর্শকরা তাদের দেশের কোন টিভি চ্যানেলে দেখতে পারবেন না ব্রাজিল, পেরুর এই ম্যাচটি। এতে করে তাদের অনলাইনে ফিফা প্লাস টিভি, সনি লাইভ অ্যাপস এবং স্পোর্টসজি অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ উপভোগ করতে পারবেন আজকের ব্রাজিল বনাম পেরুর আজকের ফুটবল খেলাটি সরাসরি লাইভ।