দুবাই রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
দুবাই রমজানের সময়সূচি 2025 (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)

দুবাই রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়) আবুধাবি, আরব আমিরাত, শারজাহ ও আল আইন জেনে নিন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আমিরাত সহ সকল জায়গায় দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের চাঁদ। এতে করে ১ মার্চ থেকে প্রথম রোজা তথা সিয়াম শুরু হচ্ছে দুবাই। তার জন্য স্থানীয় দুবাই বাসী সহ প্রবাসী বাংলাদেশীদের জন্য এই আর্টিকেলটির মধ্য রোজার সময় সূচি ক্যালেন্ডার প্রকাশ করবো ইনশাআল্লাহ্। এতে করে আপনি প্রতিদিনের ইফতার ও সেহরির সময় জানতে পারবেন। যার ফলে আপনার রমজানের প্রতিটি রোজা বা সিয়াম গুলো সঠিক ভাবে করতে পারবেন।
Headlines 📰
দুবাই রমজানের সময়সূচি ২০২৫
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের একটি আমিরাত হল দুবাই শহর, যা দেশটির চেয়েও বেশি প্রসিদ্ধ। কারণ দুবাই শহর পুরো বিশ্বের মধ্যে উন্নতের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সেখানে ভ্রমণে যায়। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের প্রধান ধর্ম ইসলাম এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ৮৫ শতাংশ মুসলিম। যার কারণেই তাদের জন্য পবিত্র মাহে রমজানের ফরজ রোজা করা, যার জন্য তারা দুবাই রমজানের সময়সূচি ২০২৫ খুঁজবে। এতে করে আমরা ইতোমধ্যেই ১ মার্চ, ২০২৫ তারিখ দুবাই এর প্রথম রোজা ধরে রোজার সময় সূচি প্রণয়ন করেছি।
দুবাই রমজানের ক্যালেন্ডার 2025 আবুধাবি, আরব আমিরাত, শারজাহ, আল আইন
আয়তনের দিক থেকে বেশ বড় নয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরটি, কিন্তু উন্নতের দিক থেকে অনেক বেশি এগিয়ে। এই শহরটিতে সকল দেশের মানুষের আনাগোনা রয়েছে কম বেশি। যার কারণেই যখন পবিত্র মাহে রমজান মাস আসে এবং আপনি তখন দুবাই থাকলে, আপনাকে আরব আমিরাতের আরও কিছু শহর যেমন আবুধাবি, শারজাহ, আল আইন ও দুবাই রমজানের রোজার ক্যালেন্ডার 2025 জেনে নিতে হবে।
আজকের সেহরির শেষ সময় দুবাই ২০২৫
আজ কখন বা কয়টায় আরব আমিরাতের দুবাই সেহরির সময়, তা জেনে নিন এ অংশ হতে। সাধারণত রমজানের রোজা শুরুর প্রথম দিকে সকলে এই বিষয় গুলো যান চান। আরব আমিরাতের দুবাই শহরে আজকের সেহরির শেষ সময় 05:25 টায়।
আজকের ইফতারের সময় দুবাই ২০২৫
অন্য দিকে আরও জানতে হবে আরব আমিরাতের দুবাই শহরের ইফতারের টাইম, যা মাগরিবের নামাজের আযানের সময় করা হয়। আজ 06:21 টায় দুবাই প্রথম রমজানের রোজার ইফতার হবে ইনশাআল্লাহ্।