ভারত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
ভারত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম ২০২৫]

ভারত রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি শেষ সময় ও ইফতার টাইম 2025 আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, কোলকাতা, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, নদীয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি] দেখে ও ডাউনলোড করে নিন।
হিন্দুস্থান বলে বিবেচিত হলেও সেখানে (ভারতে) বাংলাদেশের চেয়ে মুসলিমদের সংখ্যা বেশি প্রায় ৩৫% মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী রয়েছে সেখানে। এছাড়াও অনেক, অনেক প্রবাসী বাংলাদেশীদের বসবাস ইন্ডিয়া তথা ভারতে। যার কারণেই প্রতি বছর মাহে রমজানের সময় অনেকেই রয়েছেন যারা ভারতের রমজানের সমসূচি ২০২৫ খুঁজে থাকেন ইফতার ও সেহরির শেষ সময় জানার জন্য।
Headlines 📰
ভারত রোজার সময়সূচি 2025
বিশ্বের মধ্যে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে ভারত বিশাল একটি দেশের নাম। যেখানে হিন্দুদের পাশাপাশি রয়েছে ইসলাম ধর্মেরও মানুষ, যারা রমজানের সিয়াম বা রোজা পালন করে থাকে। এতে করে স্বাভাবিক অর্থেই তাদের প্রয়োজন হয় ভারতের রোজার সময়সূচি 2025 যাতে উল্লেখ করা থাকে প্রতিটি রোজার সেহরি ও ইফতারের সময়সূচি। প্রতি বছরের ন্যায় এবারও ভারতের ধর্ম মন্ত্রণালয় হতে দেশটির রমজানের রোজার সময় সূচি প্রকাশ করা হয়েছে।
ইন্ডিয়া ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫
এশিয়ার দেশ ভারত যা বাংলাদেশের সাথেই অর্থাৎ ৩ দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে প্রতি নিয়ত। এতে করে স্বাভাবিক ভাবেই ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে যাতায়াত রহরহ হয় বা হচ্ছে। এ দুটি দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কও ভাল, এতে করে সেখানে থাকা মুসলিমরা রমজানের রোজা রাখার ক্ষেত্রে ইফতার ও সেহরির সময়সূচি বিভিন্ন জায়গায় খুঁজে থাকে। যার কারণেই আমরা চেষ্টা করবো ভারত বা ইন্ডিয়ার বাংলা ভাষাভাষীদের জন্য আজকের সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দিতে।
ইতালি রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
ভারত সেহরির শেষ সময় 2025 কলকাতা
বাংলা ভাষাভাষীর মধ্যে রয়েছে ভারতের কলকাতা সহ ২৩টি জেলা, যাদের মাতৃভাষা হচ্ছে বাংলাদেশের মতোই বাংলা। এতে করে এই অংশে ভারতের কলকাতা শহরের রমজানের সময়সূচি অনুসারে আজকের সেহরির শেষ সময় ভোর ০৪.৪০ টায় (যা পার্শ্ববর্তী এলাকা ও জেলার জন্য প্রযোজ্য)।
ভারত আজকের ইফতারের সময়সূচি ২০২৫
আজ কখন বা কয়টায় ভারতের বিভিন্ন জায়গায় ইফতার হবে? জানতে চেয়েছেন দেশটির মুসলিম জনসংখ্যার অনেকেই। আমরা যদি ভারতের রমজানের ক্যালেন্ডারের দিকে আলোকপাত করি, তাহলে দেখা যায় আজকে সেখানে ইফতার হবে সন্ধ্যে ০৫.৪১ টায়।