আবুধাবি রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
আবুধাবি রমজানের সময়সূচি 2025 (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)

আবুধাবি রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়) দুবাই, আরব আমিরাত, শারজাহ ও আল আইন জেনে নিন। সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের রোজা চাঁদের, এতে করে সেখানে প্রথম রোজা শুরু হচ্ছে ১ মার্চ, ২০২৫ তারিখ রোজ শনিবার হতে। আমরা জানি যে, সংযুক্ত আরব আমিরাত একটি ইসলাম ধর্ম প্রধান দেশ আর আবুধাবি তার রাজধানী শহর। যার কারণেই আবুধাবিতে স্থানীয় মুসলিমদের পাশাপাশি রয়েছে প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা। যাদের জন্যই এই আর্টিকেলটিতে এক, এক করে তুলে ধরা হবে আরব আমিরাত আবুধাবি রমজানের সময় সূচি ২০২৫ যা ছবি ও টেবিল আকারের পিডিএফ ফাইলে পাওয়া যাবে।
Headlines 📰
আবুধাবি রমজানের সময়সূচি ২০২৫
একটি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র মাহে রমজান মাস আবারও এলো মোমিন মুসলিমদের ঘরে। যে মাসটির গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের সকলেই জানা রয়েছে। মহান এই মাসটিতে নাযিল করা হয়েছে পবিত্র আল কুরআন, এই মাসটির রোজা বা সিয়াম আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের জন্য করা হয়েছে ফরজ ইবাদাত। এতে করে আপনি যদি এখন আবুধাবি থাকেন তাদের জেনে নিন রমজানের সময়সূচি ২০২৫, যা আপনাকে প্রতিদিনের সেহরি ও ইফতারে করবে সাহায্য ইনশাআল্লাহ্।
আবুধাবি রমজানের ক্যালেন্ডার 2025 দুবাই, আরব আমিরাত, শারজাহ, আল আইন
আমরা জানি যে, সংযুক্ত আরব আমিরাত অনেক কয়েকটি আমিরাত নিয়ে গঠিত, যার রাজধানী শহর হল আবুধাবি। এই আবুধাবি শহরে রয়েছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রায় সাড়ে ৩ লাখের অধিক সংখ্যক। যারা আলহামদুলিল্লাহ ৯৫% ইসলাম ধর্মের এতে করে তাদের পবিত্র মাহে রমজানের সিয়াম গুলো রাখতে প্রয়োজন হবে আবুধাবি রমজানের ক্যালেন্ডার 2025 যা একই সাথে আরব আমিরাতের দুবাই, শারজাহ, আল আইন শহরের জন্য দেওয়া হল।
আরব আমিরাত রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
আজকের সেহরির শেষ সময় আবুধাবি ২০২৫
পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে আর প্রথম রোজা আগামীকাল ১ মার্চ হতে। এতে করে জেনে নিতে হবে আরব আমিরাতের আবুধাবির আজকের সেহরির শেষ সময় 05:29 টায়।
আজকের ইফতারের সময় আবুধাবি ২০২৫
অপরদিকে আরও জেনে নিতে হবে আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবির ইফতারের সময়। আজ সন্ধ্যা 06:26 টায় আবুধাবির প্রথম রোজার ইফতার আয়োজিত হবে।