দাম্মাম রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
দাম্মাম রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম ২০২৫]

দাম্মাম রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি শেষ সময় ও ইফতার টাইম 2025 সৌদি আরবের দাম্মাম] দেখে ও ডাউনলোড করে নিন। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের রোজার চাঁদের অনুসন্ধান করা হয়। এতে করে ঐদিন রোজার চাঁদ দেখা মিললে সৌদি আরবের শুরু হবে রমজানের প্রথম রোজা আগামী ১ মার্চ, ২০২৫ তারিখে। এতে করে সৌদির বিভিন্ন শহরে থাকা প্রবাসী বাংলাদেশীরা সেখানকার রমজানের সময়সূচি খুঁজবে। যার মধ্যেই ইতোপূর্বে আমরা সৌদি আরবের মক্কা, মদিনা, রিয়াদ, তায়েফ ও তাবুকের রমজানের ক্যালেন্ডার ২০২৫ দিয়েছে। এতে করে এবার পালা দেশটির আরও একটি শহর দাম্মাম রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 দেওয়ার।
Headlines 📰
দাম্মাম রোজার সময়সূচি 2025
অনেক অপেক্ষার পর আমরা আবারও পেয়েছি পবিত্র মাহে রমজান, যার রোজা তথা সিয়ামকে আমাদের রব আমাদের জন্য করেছেন ফরজ। এতে করে প্রত্যেক মুসলিমের উপর রমজানের রোজা করা অত্যাবশ্যকীয়। তাই এই মুহূর্তে আপনারা যারা সৌদি আরবের দাম্মামে রয়েছেন এবং রমজানের রোজা রাখবেন বলে ঠিক করছেন। তাদের প্রথমেই জেনে ও দেখে নিতে হবে সৌদির দাম্মাম রোজার সময়সূচি 2025। যার ফলে আপনি সঠিক সময়ের মধ্যেই রোজা রাখার যাবতীয় কার্যক্রম সেরে নিতে পারবেন।
সৌদি আরবের দাম্মাম ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫
বিশ্বের বিভিন্ন দেশেই আনাগোনা রয়েছে প্রবাসী বাংলাদেশীদের কখনও বা কাজের জন্য আবার কখনও বা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য। তবে সৌদি আরবে বিশেষ করে প্রবাসীরা যায় কাজের জন্যই। এতে করে তাদের তখন পবিত্র মাহে রমজানের রোজা বা সিয়াম ওখানেই রাখতে হয়। আপনারা জানেন যে, রমজানের সহ যেকোনো রোজা রাখতে প্রথমেই সেহরি করতে হয় এবং তারপর সন্ধ্যায় ইফতার। তার জন্য জানতে হবে সৌদি আরবের দাম্মামের ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫। এতে করে আপনি একদম ক্লিয়ার ভাবেই প্রতিদিনের প্রতিটি রোজার সঠিক সময় জানতে পারবেন।
সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়সূচি)
সৌদির দাম্মামের সেহরির শেষ সময় 2025
দেখতে, দেখতে পবিত্র মাহে রমজান মাস এখন আমাদের মাঝে বিরাজমান। এতে করে রাখতে হবে ফরজ এই সিয়াম গুলো, তবে প্রথমেই জেনে নিতে হবে সেহরির সময়সূচি। সৌদির দাম্মামের আজকের সেহরির শেষ সময় হল ভোর 04:46 টায়।
দাম্মাম আজকের ইফতারের সময়সূচি ২০২৫
আজ কখন ও কয়টায় সৌদি আরবের দাম্মাম শহরে রমজানের রোজার ইফতার হবে? তা জানতে চান সেখানকার বসবাসরত মুসল্লিরা। কারণ সেহরি খেয়ে রোজা রাখার পর দ্বিতীয় কাজ তা ইফতারের মধ্য দিয়ে পূর্ণ করা। আজ সৌদি আরবের দাম্মাম শহরে ইফতার হবে সন্ধ্যা 05:41 টায়।