কুয়ালালামপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
কুয়ালালামপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম ২০২৫]

কুয়ালালামপুর রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরির শেষ সময় ও ইফতার টাইম ২০২৫ মালয়েশিয়া] রমজানের ক্যালেন্ডার দেখে ও ডাউনলোড করেন নিন। আসসালামু আলাইকুম, আশা করছি মহান আল্লাহ্ তাআলার বিশেষ রহমতে আপনারা সকলে সুস্থ রয়েছেন। আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে, পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে আসন্ন। যে মাসটির অপেক্ষায় পুরো বিশ্বের প্রতিটি মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারীরা। যার রোজা বা সিয়াম রাখা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থানরত মুসল্লিদের জন্য রইলো রমজানের সময় সূচি ২০২৫ ক্যালেন্ডার, ছবি ও পিডিএফ ফাইলে।
Headlines 📰
কুয়ালালামপুর রোজার সময়সূচি 2025
আপনারা সকলেই অবগত আছেন যে, মালয়েশিয়ার রাজধানী শহরের নাম হল কুয়ালালামপুর। যা দেশটির মূল আকর্ষণের জায়গা বা স্থানে যেখানে বিশ্বের অনেক দেশের প্রবাসীদের যাতায়াত রয়েছে। তেমন রয়েছে প্রবাসী বাংলাদেশীদের যাতায়াত সহ বিশ্ব শ্রমও বাজার। কারণ প্রতি বছর বাংলাদেশ হতে কয়েক লাখ শ্রমিক মালয়েশিয়ার যান যার ৪৫% রয়েছে রাজধানী কুয়ালালামপুর শহরে। এতে করেই রমজানের রোজা রাখতে তাদের মালয়েশিয়ার স্থানীয় সময়ের সাথে সামঞ্জস্য রেখে কুয়ালালামপুরের রোজা সময় সূচি 2025 জেনে নিতে হবে।
মালয়েশিয়ার কুয়ালালামপুর ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫
সৌদি আরবের ন্যায় এবারও মালয়েশিয়াতে রমজানের রোজা একই সাথে শুরু হচ্ছে না। কারণ সৌদি আরবে রমজানের রোজার চাঁদ দেখা যায় ২৮ ফেব্রুয়ারি কিন্তু গত বছরের ন্যায় এবারও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তার দেখা মিলে ১ মার্চ। এতে করে সৌদি আরবের একদিন পরে চলতি বছর মালয়েশিয়ায় রমজানের প্রথম রোজা শুরু হবে, যার জন্য দেখে নিন মালয়েশিয়ার কুয়ালালামপুর ইফতার ও সেহরির সময়সূচি রমজানের ক্যালেন্ডার ২০২৫।
মালয়েশিয়া রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম]
মালয়েশিয়া কুয়ালালামপুর সেহরির শেষ সময় 2025
আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেহরি শেষ সময়: 05.00 টায়। যার কারণেই সেখানকার মুসলিমদের উক্ত টাইমের মধ্যে সেহরি সম্পন্ন করতে হবে, যার মাঝে রয়েছে বরকত।
কুয়ালালামপুর মালয়েশিয়া আজকের ইফতারের সময়সূচি ২০২৫
মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের প্রথম রোজার ইফতারের সময় আজ: 06.16 টায়। স্বাভাবিক ভাবেই সকলের মনোযোগ সারা দিন রোজা রাখার পর ইফতারের টাইমের দিকে, সেটা আরও বেশি হয় প্রথম রমজানে।