Info

সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে 2025? ঈদের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫

সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে 2025? ঈদের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫

সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে 2025? ঈদের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫ আজকে দেখে নিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বাদে কাল অর্থাৎ আগামীকাল বা পরশু হতে চলেছে মুসলিমদের প্রধান ২টি ধর্মীয় উৎসবের একটি। পবিত্র মাহে রমজানের শেষে আসতে যাচ্ছে খুশির ঈদ। আমরা জানি যে, ঈদ মানে হাসি, ঈদ মানে আনন্দ বিলাস এক মাস ব্যাপী সিয়ায় সাধনার পরে আমাদের সংযমের বিধান পালনের পর ধর্মীয় এই আনন্দের আয়োজন স্বয়ং মহান আল্লাহ্‌ তা’আলা করে দিয়েছেন। মুসলিম বিশ্বের উন্নতম দেশ হল সৌদি আরব, সেখানে ঈদ কবে বা আগামীকাল কি ঈদ হবে? জানতেই সৌদি আরবের আকাশে আজ চাঁদের অনুসন্ধান চালাবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির পাশাপাশি সাধারণ জনগণ।

সৌদি আরবে কি চাঁদ দেখা গেছে 2025

আরবি তথা হিজরি ক্যালেন্ডার অনুসারে আজ সৌদি আরবে পবিত্র মাহে রমজানের ২৯ তারিখ চলেছে। এতে করে আজকে সৌদি আরবে ঈদের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে সৌদি আরবের সুপ্রিম কোর্টের নির্দেশনে সাধারণ জনগণকেও চাঁদ দেখার জন্য বলা হয়েছে, এতে করে কেউ আধুনিক দূরবীন অথবা খালি চোখে রমজানের রোজার চাঁদ দেখতে পেলে তাঁরা অতি দ্রুত স্থানীয় আদালতে বিষয়টি নথিবদ্ধ করেন। এছাড়াও আদালতকে জানানো অপারগ হলে তাঁরা যেন স্থানীয় মসজিদে জানান। তারা পরে বিষয়টি স্থানীয় আদালতকে জানানোর ব্যবস্থা করবেন।

ঈদের চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবর ২০২৫

মুসলিম বিশ্বের উন্নতম প্রধান দেশ হল সৌদি আরব, যাদের উপর ধর্মীয় বিষয় গুলোর ব্যাপারে মানুষ বেশি চেয়ে থাকে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় সকলকেই জানতে চায়, সৌদি আরবে ঈদ কবে ২০২৫, সৌদি আরবে চাঁদ দেখার খবর। ২০২৫ সালের রমজানের রোজার চাঁদ দেখার জন্য সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি এক বৈঠকের আয়োজন করেছে, রাজধানী রিয়াদের আকাশে বাদ মাগরিব ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে করে আজ ২৯ রমজান সৌদি আরবের আকাশে রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল ৩০ মার্চ, ২০২৫ তারিখ রোজ রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের সর্বশেষ আপডেট লাইভ খবর জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

আজ কি সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ উঠেছে? রোজার ঈদ কবে

আজ ২৯ মার্চ, ২০২৫ তারিখ সৌদি আরবে হিজরি সন অনুসারে একই অর্থাৎ ২৯ রমজান চলমান। এতে করে আজকে সৌদি আরবে ঈদের চাঁদ দেখতে পাবার চান্স রয়েছে প্রায় ৯০% যা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য জ্যোতিষবিদরা জানিয়েছেন। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজান মাস ২৯ ও ৩০ দিনে হয়ে থাকে। এতে করে আজ ২৯ রমজান চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ অন্যথায় ৩০টি রোজা পূর্ণ হবে এবং সৌদি আরবে রোজার ঈদ উদযাপিত হবে আগামী ৩১ মার্চ, ২০২৫ তারিখ (সোমবার)।

Dhakaresultbd

Dhakaresultbd offers timely updates on academic results and admission processes in Bangladesh, serving as a trusted resource for students and educators. Join the community on our social media, where we'll share real-time updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button