সৌদি আরবে রোজা কবে ২০২৫ : 2025 সালের প্রথম রমজানের তারিখ
সৌদি আরবে রোজা কবে ২০২৫ : 2025 সালের প্রথম রমজানের তারিখ দেখুন

সৌদি আরবে রোজা কবে ২০২৫ : 2025 সালের প্রথম রমজানের তারিখ সৌদি আরবের আকাশে আজ রমজানে রোজার চাঁদ দেখে গেছে কিনা বা উঠেছে কি? জেনে নিন। আহলান সাহলান খোশ আমদেদ হে মাহে রমজান। মুসলিম উম্মাহর কাঙ্ক্ষিত পবিত্র মাহে রমজান মাস শুরু হতে আর হাতে গুনা ২, ১ দিন বাকি রয়েছে। বিশ্বের প্রতিটি মুসলিম হৃদয় চেয়ে ছিল এই মহান মাসটির শুরুর জন্য, তাই আল্লাহ্র রহমতে আরবি শাবানের বিদায়ে রমজানের আগমনের বার্তা পাওয়া যায়। এতে করেই এখন সকলে জানতে চান, সৌদি আরবে রোজা কবে ২০২৫ বা সৌদির আকাশে রমজানের চাঁদ দেখার খবর। আমরা জানি যে, সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে রমজান সহ অন্যান্য ইসলামিক আয়োজন শুরু হয়।
Headlines 📰
সৌদি আরবে রোজা কবে ২০২৫
বাংলাদেশের স্থানীয় মুসলিম সহ প্রবাসী সৌদি আরবে অবস্থানরত ভাই ও বোনেরা জানতে চান, সৌদি আরবে রোজা কবে? কারণ দীর্ঘ একটি বছর পরে মহান আল্লাহ্র রহমত, বরকত ও মাগফিরাতে ভরপুর মাসটি আমাদের মাঝে আসতে চলেছে, এতে করেই মন আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাই এখন সবাই চেয়ে আছে খবরটির জন্য, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ আরবি শাবান মাসের ২৯ তারিখ হবে, এতে করে ঐদিন যদি চাঁদ দেখা যায়, তাহলে আগামী ১ মার্চ সৌদি আরবে রোজা শুরু হবে। এতে করে জেনে নিতে হবে সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)।
2025 সালের প্রথম রমজানের তারিখ সৌদি
ইসলাম ধর্মে পবিত্র মাহে রমজান মাসের রোজাকে করা হয়েছে ফরজ, যেমনটি করা হয়েছি আমাদের পূর্ববর্তীদের জন্য যাতে করে আমরা তাকওয়া ও সংযম অর্জন করতে পারি। এতে করেই আমাদের কাছে বিশেষ এক গুরুত্ব ও মর্যাদার মাসের নামটি হচ্ছে; রমজান বা রামাদান। যার কারণেই বিশেষ গুরুত্ব পায় আবার প্রথম রমজান বা রোজা শুরুর তারিখ। কারণ প্রথম তারাবী, প্রথম সেহরি ও ইফতার গুলোতে বেশি ভাল লাগা, ভালোবাসা কাজ করে স্বাভাবিক ভাবেই আলহামদুলিল্লাহ।
2025 সালের রমজান কবে শুরু হবে বা তারিখ জানতে চাওয়ার প্রশ্নের উত্তরে জানাতে চায়; জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এতে করে দেশটিতে আগামী মার্চ মাসের ১ তারিখ (শনিবার) শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।
আজকে সৌদি আরবে রমজানের রোজার চাঁদ উঠেছে কি 2025
পবিত্র মাহে রমজান মাসের রোজা কবে শুরু হবে জানতে, সৌদি সরকারের সুপ্রিম কোর্ট হতে আজ চাঁদ দেখার আহ্বান করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে; ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সন্ধ্যায় রাজধানী রিয়াদের আকাশে উন্নত টেলিস্কোপের মাধ্যমে আকাশে চাঁদের অনুসন্ধান করা হবে।
এছাড়াও দেশটির সাধারণ জনগণকেও খালি চোখে চাঁদ দেখতে বলা হয়েছে এবং যদি দেখা যায় তাহলে স্থানীয় আদালতে জানাতে বলা হয়েছে। তাই আমাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত এটা জানতে যে, আজকে সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখা গেছে কিনা।