সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখা গেছে কিনা ২০২৫
আজকে সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখা গেছে কিনা ২০২৫

সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখা গেছে কিনা ২০২৫, আজকে সৌদি আরবে রমজানের চাঁদ দেখার সর্বশেষ খবর পেতে আমাদের সাথে যুক্ত হোন। মাহে রমজান মাস এলো পুরো একটি বছর ঘুরে আমাদের দাড়ে। যার কামনায় প্রতিটি মুসলিম হৃদয় চেয়ে থাকে চাতক পাখির ন্যায়। কারণ এই রমজান মাসে আসে রহমত, বরকত ও কল্যাণের অমিয় বাণী নিয়ে। তাই তো যখনই এক, এক করে হিজরি সনের আরবি মাসের পর মাস পেড়িয়ে যখন শাবান মাস আসে, তখন থেকে একদিন করে ক্যালেন্ডারে গুণা শুরু হয়, যাকে বলে কাউন্টডাউন। সেই ক্ষেত্রে পেড়িয়ে আমরা এখন দাড়িয়ে সেই মাহিন্দ্রক্ষণে জানবো আজকে সৌদি আরবে রোজার চাঁদ উঠেছে কিনা, সে খবর।
Headlines 📰
সৌদি আরবের আকাশে রমজানের রোজার চাঁদ দেখা গেছে কিনা ২০২৫
ইসলামিক সকল মাস গুলো চাঁদ দেখার উপর কেন্দ করে শুরু এবং শেষ হয়, আরবি প্রতিটি মাসের ২৯ তারিখে নতুন মাসের চাঁদের সন্ধান করা হয়। তেমনি ভাবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার নিমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এতে করে আজ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় দেশটির সাধারণত মুসলিম নাগরিকদের প্রতি এ নিমন্ত্রণ জানানো হয়। এ তথ্যটি গত ২৬, ফেব্রুয়ারি (বুধবার) গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছেন, চাঁদ দেখতে সক্ষম, এমন সকল মানুষদের কেউ যদি খালি চোখে অথবা দুরবিন ব্যবহার করে আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এ ক্ষেত্রে চাঁদ দেখা ব্যক্তিকে নিকটস্থ কোর্টে বা সবচেয়ে নিকটস্থ সরকারি কেন্দ্রে গিয়ে চাঁদ দেখার তথ্য জানানোর জন্য উৎসাহিত করা হয়েছে।
আজ সৌদি আরবে রমজানের চাঁদ উঠেছে কি ২০২৫ (লাইভ খবর)
আজ সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেলে, আগামীকাল থেকেই শুরু হবে প্রথম রোজা। এই তথ্যটি জানতে এখন আগ্রহী বিশ্বের প্রতিটি মুসলিম হৃদয় কারণ রমজান আমাদের জন্য বিশেষ একটি মাস। তাই তার আগমনী বার্তা জানাতে আকাশে উঁকি দিবে শাবান শেষে, রমজানের চাঁদ। ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে সৌদি আরবে শাবানের ২৯ তারিখ, যার কারণে ঐদিন সন্ধ্যায় সৌদির আকাশে রমজানের চাঁদ দেখার আয়োজন করা হয়েছে, আশা করা যাচ্ছে ৩৩ বছর পর এবার ইংরেজি এবং আরবি মাস একই সাথে শুরু হবে, এমন হলে আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রমজানের চাঁদের দেখা মিলবে এবং ১ মার্চ (শনিবার) সৌদি আরবে রমজানের প্রথম রোজা শুরু হবে।
আগামীকাল কি সৌদিতে রোজা হবে 2025?
আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে, আগামীকাল কি সৌদি আরবে রোজা হবে? এ প্রশ্নের উত্তরে জানাতে চায়, এটি সম্পন্ন নির্ভর করবে রমজানের চাঁদ দেখার সাথে। শুক্রবার ২৯ শাবান শেষে সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে আগামীকাল ১ মার্চ, 2025 (শনিবার) প্রথম রোজা শুরু হবে, সেক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সেহরি খেতে হবে। উল্লেখ্য যে, জাতীয় চাঁদ দেখা কমিটির সর্বশেষ খবরে জানা যাবে বিস্তারিত, আপডেট জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ্।