ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : রমজানের সময়সূচি
ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় 2025 : রমজানের সময়সূচি

ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : ইতালি রোম, মিলান রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। ইউরোপের গৌরবময় ইতিহাসের দেশ হচ্ছে ইতালি, যার মোট জনসংখ্যার প্রায় ৪.৮ শতাংশ। এই সংখ্যা বা শুমারি হতে একটি বিষয় পরিষ্কার যে, ইতালি কোন মুসলিম রাষ্ট্র নয় বা সেখানে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা মোট জনসংখ্যার খুবই কম।
তারপর স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশী মুসলিম ভাই ও বোনেরা রয়েছে ইতালির বিভিন্ন শহরে। এছাড়াও ইতালি যেহেতু উন্নত রাষ্ট্র এবং একই সাথে তাদের রয়েছে নানান পর্যটন মুখীখ্যাত, যার কারণে প্রতি বছর বিশ্বের অনেক দেশের পর্যটক ইতালিতে ঘুরতে যান। এর জন্য মুসলিমদের মধ্যে যারা রয়েছে তাদের জন্যই ইতালি আজকের সেহরি ও ইফতারের সময় সূচি ২০২৫ দেওয়া হবে, যাদের রমজানের রোজা করতে সহায়ক হবে ইনশাআল্লাহ্।
Headlines 📰
ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
আপনি কি বর্তমানে ইউরোপের দেশ ইতালিতে রয়েছেন? আমাদের প্রশ্নে আপনার উত্তর যদি ‘হ্যাঁ’ হয়ে থাকে তাহলে আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কারণ আশা করছি ইতোমধ্যেই জেনেছেন যে, ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ, সৌদি আরবের ন্যায় ইতালি’র আকাশেও দেখা গেছে। যার ফলে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ রোজ শনিবার ইতালিতে শুরু হচ্ছে প্রথম রোজা। এতে করে ইতালির স্থানীয়দের পাশাপাশি, প্রবাসী মুসলিমরা রমজানের ফরজ রোজা বা সিয়াম রাখাবেন ইনশাআল্লাহ্। যার কারণে তাদের বিশেষ ভাবে যেটা প্রয়োজন, তা হল ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫, যা আপনাকে প্রতিটি রোজার উল্লেখিত বিষয়ে সময়ের ব্যাপারে সাহায্য করবে।
রমজানের সময় সূচি 2025 ইতালি মিলান ও রোম
আমরা জানি যে, ইতালি অনেক বড় একটি দেশ যার প্রধান শহর রয়েছে ৩টি (বড়) রোম, মিলান, নেপলস। এছাড়াও ছোট শহর গুলোর মধ্যে রয়েছে ৭টি; তুরিন, পালেরমো, জেনোয়া, বোলোগনা, ফ্লোরেন্স, বারি এবং ক্যাটানিয়া। এই অঞ্চল গুলোর মধ্যে কম করে হলেও রয়েছে স্থানীয় ইতালিয়ান মুসলিম এবং বিভিন্ন দেশের প্রবাসীরা যাদের মধ্যে বাংলাদেশীরা উল্লেখযোগ্য। যার কারণেই পবিত্র মাহে রমজান মাসের ফরজ সিয়াম (সাওম) গুলো রাখতে তাদের স্থানীয় সময় সূচির সাথে মিলিয়ে রোজার ক্যালেন্ডার নিতে হবে। এতে করে আপনারা অনুসরণ করতে পারেন ইসলামিক ফাইন্ডার ওয়েবসাইট কর্তৃক প্রণীত রমজানের সময় সূচি 2025 ইতালি সহ মিলান ও রোম শহর সহ পার্শ্ববর্তী শহর ও এলাকার জন্য।
ইতালি ইফতার টাইম ২০২৫
কাজ ও উচ্চ শিক্ষা গ্রহণে প্রবাসী বাংলাদেশীদের পছন্দ ইউরোপের ইতালি, যে দেশ অনেক দিক থেকেই সুন্দর। আপনি যখন ইতালি’তে রয়েছেন তখন জেনে নিতে হবে ইতালির আজকের ইফতার টাইম সন্ধ্যা ০৬:২২ টায়।
ইতালি সেহরির শেষ সময় ২০২৫
আজ ইতালির বিভিন্ন শহরের সেহরির সময় শেষ হবে ভোর ০৫:২৯ টায়, এর মধ্যে আপনাকে সেহরি খেয়ে শেষ করতে হবে। এবং তার পরের কাজ হচ্ছে ফজরের সালাত আদায় করা এবং হাতে সময় থাকলে বিশ্রাম নেওয়া ইনশাআল্লাহ্।