কুয়েত আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : রমজানের সময়সূচি
কুয়েত আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় 2025 : রমজানের সময়সূচি

কুয়েত আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : কুয়েত সিটি রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। বিশ্বের সকল দেশের তুলনায় শক্তিশালী মুদ্রা হচ্ছে কুয়েতি দিনার, যা কুয়েতের ১ দিনার সমান বাংলাদেশের ৩৮৮ টাকা! জীবন যাত্রা থেকে শুরু করে সব দিক থেকে এগিয়ে থাকা কুয়েতের সাথে বাংলাদেশের কূটনীতি সম্পর্ক অনেক ভাল। যার কারণ বিগত অনেক বছর ধরেই প্রবাসী বাংলাদেশের কুয়েতের আনোগোনা রয়েছে এবং একই সাথে প্রতি বছর নতুন করে আর কর্মী যাচ্ছে।
কুয়েত একটি ইসলাম ধর্মের দেশ এবং একই সাথে বাংলাদেশও তাই। যার কারণে স্থানীয় কুয়েতিদের কাছে এবং বাংলাদেশী প্রবাসীদের কাছে পবিত্র মাহে রমজান একটি বিশেষ গুরুত্বের নাম। যার জন্যই এই আর্টিকেলটি সাজানো হয়েছে কুয়েত আজকের সেহরি ও ইফতারের সময় সূচি ২০২৫ ছবি এবং পিডিএফ ফাইলে।
Headlines 📰
কুয়েত আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্রের নাম কুয়েত, যারা সব দিক থেকে এগিয়ে। বাংলাদেশের সাথেই এই দেশের সম্পর্ক প্রবাসী কর্মী নেওয়া থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা সেনাবাহিনী নেওয়া পর্যন্ত বিস্তার। সেই কুয়েতের আকাশে উঠেছে ২০২৫ সালের পবিত্র মাহে রমজানের চাঁদ, যার কারণেই আগামী ১ মার্চ (শনিবার) থেকে শুরু হচ্ছে প্রথম রোজা। এতে করেই বসবাসরত স্থানীয়দের পাশাপাশি, প্রবাসী বাংলাদেশীদের জেনে নিতে হবে কুয়েত আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫, যা আপনাকে প্রতিটি রোজা রাখাতে ও সময় মতো পূর্ণ করতে সাহায্য করবে।
রমজানের সময় সূচি 2025 কুয়েত সিটি
বরাবরের ন্যায় কুয়েতেও প্রতি বছর রমজান মাস আরবি মাসের হিসেবে ৯ থেকে ১০ দিন করে আগাতে থাকে। কারণ হিজরি সনের ১৪৪৬ সালের রমজান মাস শুরু হয়েছে গত বছরের ১০ দিন আগেই। এতে করে প্রতিটি মুসলিম হৃদয় জাগ্রত থাকে রমজানের প্রতিটি ফরজ রোজা পালনে। এর জন্য প্রবাসীদের দূর দেশে বসে প্রয়োজন সঠিক সময়সূচি। যা মিলবে রমজানের সময় সূচি 2025 কুয়েত সহ দেশটির রাজধানী কুয়েত সিটির জন্য।
কুয়েত ইফতার টাইম ২০২৫
সাধারণত মার্চ, এপ্রিলের দিকে কুয়েতে শীতকালীন সময় হওয়াতে দিন অনেকটায় ছোট হয়, বছরের অন্যান্য সময় বা মাসের তুলনায়। এতে করে খুব দ্রুতই ইফতার অনুষ্ঠিত হয়। কুয়েতের আজকের ইফতার টাইম সন্ধ্যা ০৫:৪৮ টায়।
কুয়েত সেহরির শেষ সময় ২০২৫
আজ ভোর ০৪:৫৪ টায় কুয়েত সহ কুয়েতের রাজধানী কুয়েত সিটির সেহরির সময় শেষ হবে। যার কারণে নিদিষ্ট সময়ের আগেই সুবাহে সাদিকের আগে, আগে আপনাকে কুয়েতে বসে সেহরির খাবার সম্পন্ন করতে হবে।