Ramadan Calendar

আল আইন রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 দুবাই [সেহরি ও ইফতার টাইম]

আল আইন রোজার সময়সূচি ক্যালেন্ডার ২০২৫ দুবাই [আজকের সেহরি ও ইফতার টাইম]

আল আইন রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025 [আজকের সেহরি ও ইফতার টাইম] : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। ১ মার্চ, ২০২৫ তারিখ রোজা শনিবার থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা। এতে করে আপনারা যারা এখন আরব আমিরাত তথা দুবাইয়ের আল আইন শহরে রয়েছেন না থাকেন তাদের জন্যই এই আর্টিকেলটি। কারণ এই আর্টিকেলের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি আল আইন আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময়। যার মধ্যে দিয়ে আপনি প্রবাসী হয়েও সঠিক সময়ের সাথে পবিত্র মাহে রমজানের সকল রোজা পালন করতে পারবেন ইনশাআল্লাহ্‌।

আল আইন রোজার সময়সূচি ক্যালেন্ডার 2025

আরব আমিরাতের অন্যান্য শহরের ন্যায় ততোটা বিশাল নয় আল আইন শহরটি। তারপর এই শহরটিতেও রয়েছেন প্রচুর সংখ্যক প্রবাসী বাঙ্গালী ভাইয়েরা। যাদের মধ্যেই অনেকেই কয়েক বছর আগে গিয়েছেন এবং নতুন করে গিয়েছেন ও যাচ্ছেন আরও অনেকেই। যেহেতু আরব আমিরাতের ন্যায় বাংলাদেশও একটি মুসলিম রাষ্ট্র, তার কারণেই যারা আল আইনের রয়েছেন তাদের রাখতে হবে রমজানের রোজা গুলো। আর এতে করেই যেটা বা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে আল আইন আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫।

রমজানের সময় সূচি 2025 আল আইন আরব আমিরাত

আমাদের ঈমান ও আমলকে ভরিয়ে এবং একই সাথে পাপ মোচনের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান মাস। চলতি বছর অর্থাৎ হিজরি ১৪৪৬ সনের শাবানের ২৯ তারিখের পরেই এসেছে পবিত্র রমজান মাস। যে মাসটির জন্য প্রতিটি মুসলিম হৃদয় উদগ্রীব অপেক্ষায় থাকে। কারণ মহান এই মাসটি আমাদের জন্য আল্লাহ্‌ তাআলা বোনাস স্বরূপ করেছেন এই মাসের রয়েছে হাজার বছরের চেয়ে সৃষ্ট রজনী পবিত্র লাইলাতুল কদর। তাই সকল কিছুতে মাথায় রেখে স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশীরাও আরব আমিরাতের আল আইনে রমজানের সময় সূচি 2025 জানতে চাইবেন, যা নিচের অংশে দেওয়া হল।

রমজানের সময় সূচি 2025 আল আইন আরব আমিরাত

আল আইন ইফতার টাইম ২০২৫ দুবাই

আজ সন্ধ্যা ০৬:২০ টায় আরব আমিরাতের আল আইন শহরের ইফতার টাইম। অর্থাৎ আল আইন শহরে বসবাসরত মুসলিমরা নির্ধারিত ঐ সময়ে ইফতার করবেন। ইফতার হল রমজান সহ যেকোনো রোজা তথা সিয়াম পূর্ণ করার মাধ্যম।

আল আইন সেহরির শেষ সময় ২০২৫

আজ ভোর ০৫:২৪ টায় আরব আমিরাতের আল আইনের সেহরির শেষ সময়। সাধারণত সুবহে সাদিকের আগে রমজান সহ যেকোনো নফল রোজার সেহরির খেতে শেষ করতে হয়। সেহরির একটি বরকতময় খাবার, রমজানের রোজার সময় আমরা সকল মুসলিমরা এক সাথে উঠে খায়।

Dhakaresultbd

Dhakaresultbd offers timely updates on academic results and admission processes in Bangladesh, serving as a trusted resource for students and educators. Join the community on our social media, where we'll share real-time updates.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button