সৌদি মক্কা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
সৌদি আরব মক্কা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)

সৌদি মক্কা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়) জেনে নিন। আসসালামু আলাইকুম প্রতিটি মুসলিম ভাই ও বোনদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনাদের জন্য সুখবর! এই যে, সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ। এতে করে সৌদি আরবের প্রথম রোজা শুরু হবে ১ মার্চ, ২০২৫ (শনিবার) তারিখ হতে। এই সময়টায় বাংলাদেশ হতে আপনারা যারা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। তাদের জন্যই বিশেষ ভাবে সৌদি আরবের মক্কার রমজানের সময় সূচি ২০২৫ তুলে ধরা হবে।
Headlines 📰
সৌদি মক্কা রমজানের সময়সূচি ২০২৫
সাধারণত মুসলিম বিশ্বের ইসলামিক বিষয় বা ব্যাপার গুলোতে সৌদি আরবের দিকে থাকে নজর। এই যেমন পবিত্র মাহে রমজানের চাঁদ সৌদি আরবের আকাশে উঠেছে কি না। অথবা সৌদি আরবের রমজানের প্রথম রোজা কবে হবে! এ সকল যাবতীয় বিষয়ে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশ গুলো জানতে চান। তাদের আমরা জানাতে চায়, ইতোমধ্যেই সৌদিতে রমজানের চাঁদ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ (শুক্রবার) দেখা গেছে। যার ফলে ১ মার্চ প্রথম রমজান ধরে সৌদি মক্কা রমজানের সময়সূচি ২০২৫ দেশটির ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণয়ন করেছে।
সৌদি আরব মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫
মধ্যপ্রাচ্যের আরব দেশ সৌদি আরব যার মক্কা নগরী ইসলাম ধর্মের তথা মুসলিমদের কাছে বিশেষ এক ভালোবাসা ও শ্রদ্ধার নাম। কারণ মক্কাতেই রয়েছে আমাদের দ্বিতীয় কেবলা আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ (কা’বা শরীফ)। যেখানে মুসলিমরা পবিত্র হজ্জ ও উমরাহ্ পালনে গিয়ে থাকেন। এছাড়াও পবিত্র মাহে রমজানের উমরাহ্ করতে বাংলাদেশ হতে অনেক প্রবাসী যান এবং একই সাথে সৌদি আরবে কাজের জন্য অনেক প্রবাসী রয়েছে বাংলাদেশের। যাদের পবিত্র মাহে রমজানের রোজা গুলো মক্কাতেই রাখতে হয়, এতে করে তাদের জানা চায় সৌদি আরব মক্কা রমজানের ক্যালেন্ডার ২০২৫ যা তাদের প্রতিদিনের সেহরি ও ইফতারের সময় সূচি জানতে সাহায্য করবে ইনশাআল্লাহ্।
- [শহর ভিত্তিক জেনে নিন] সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব মক্কা
এক এক করে ১২টি মাস শেষে আমাদের মাঝে এসেছে আবারও পবিত্র মাহে রমজান মাস। যে মাসটির এক মাসব্যাপী সিয়াম সাধনাকে মহান আল্লাহ্ তাআলা করেছেন ফরজ ইবাদাত। সেই মাসের রোজা রাখতে প্রথমেই আমাদের সেহরি করতে হবে, সৌদি আরব মক্কায় আজকের সেহরির শেষ সময় 05:07 টায়।
আজকের ইফতারের সময় সৌদি আরবের মক্কা
সারাদিন রোজা রেখে অর্থাৎ সকল ধরণের পানাহার থেকে নিজেকে বিরত রেখে সন্ধ্যায় ইফতার করা হয়। এই ইফতারের জন্য প্রতিটি মুসলিম তথা ইসলাম ধর্মের মানুষের মন, হৃদয় উদগ্রীব হয়ে থাকে। আপনারা যারা এখন সৌদি আরবের মক্কাতে রয়েছেন, সেখানে আজকের ইফতার 06:03 টায়।