সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
সৌদি আরব রমজানের সময়সূচি 2025 (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)

সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়) মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ, তাবুক, জুবাইল ও আল হাসা জেনে নিন। মুসলিমদের জন্য পবিত্র ভূমি হল সৌদি আরব, যে দেশটিতেই জন্ম হয়েছিল মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর। যেখানে রয়েছে আমাদের তথা ইসলামের দ্বিতীয় কিবলা পবিত্র কা’বা শরীফ। এই ক্বিবলা হলো বর্তমান মুসলমানদের ক্বিবলা, অর্থাৎ যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে, পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ পরেন।
হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। এই সৌদি আরবেই বিশ্বের সকল দেশের মুসলিমরা আসেন পবিত্র হজ্জ ও উমরাহ্ পালন করতে। তাই যখন এই সময় টায় তারা পবিত্র মাহে রমজান মাস পেয়ে যায় অথবা রমজানেই সৌদি আরব যান, তাদের জন্যই সৌদি আরবের রমজানের সময়সূচি ২০২৫ আজকের ইফতার ও সেহরির শেষ সময়।
Headlines 📰
সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫
২০২৫ সালের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। যা ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আরবি শাবান মাসের ২৯ তারিখে সৌদির রাজধানী শহর রিয়াদের আকাশে সন্ধ্যায় উঠেছে রমজানের চাঁদ। যার ফলে আগামীকাল ১ মার্চ, ২০২৫ তারিখ রোজ শনিবার শুরু হচ্ছে দেশটিতে প্রথম রোজা। যার কারণে স্থানীয় সহ প্রবাসী সকলেই সৌদি আরব রমজানের সময়সূচি ২০২৫ জানতে চান। কারণ রমজান সহ যেকোনো নফল রোজা বা সিয়াম রাখার জন্য সেহরি ও ইফতার করতে হয়, যার জন্য বরাদ্দ রয়েছে নিদিষ্ট সময়।
সৌদি আরব রমজানের ক্যালেন্ডার 2025 মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ, তাবুক
মধ্যপ্রাচ্যের শক্তিশালী এবং আরব বিশ্বের সব চেয়ে বড় দেশের নাম হল সৌদি আরব। যার রয়েছে ছোট, বড় মিলিয়ে প্রায় ৮৬টি শহর। ইসলামের ইতিহাসে গুরুত্ব হল এই সৌদি আরব, যার ইতিহাস আমাদের সকলেই জানা আলহামদুলিল্লাহ। সেই সৌদি আরবের আকাশে দেখা মিলেছে পবিত্র মাহে রমজানের চাঁদের। যার ফলে আগামী ১ মার্চ, ২০২৫ তারিখ শনিবারের প্রথম রোজা হতে শেষ রোজা পর্যন্ত সৌদি আরব রমজানের ক্যালেন্ডার 2025 জেনে ও ডাউনলোড করে নিন বড় কয়েকটি শহর মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তায়েফ, তাবুকের।
- সৌদি মক্কা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি রিয়াদ রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি মদিনা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি জেদ্দা রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি দাম্মাম রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি তায়েফ রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
- সৌদি তাবুক রমজানের সময়সূচি ২০২৫ (আজকের ইফতার ও সেহরির শেষ সময়)
আজকের সেহরির শেষ সময় সৌদি আরব ২০২৫
বিশেষ করে রমজানের প্রথম তথা শুরুর দিকে সকলে জেনে নিতে চান সেহরির সময় সূচি। কারণ প্রথমে এটি দেখে নিলে বা ডাউনলোড করলে নিলে আর প্রয়োজন হয় না। সৌদি আরবের প্রথম রমজানের রোজার সেহরির শেষ সময় 05:07 টায়।
আজকের ইফতারের সময় সৌদি আরবের ২০২৫
আজ কখন ও কয়টায় সৌদি আরবের রমজানের ইফতার অনুষ্ঠিত হবে, সাধারণত মাগরিবের নামাজের আযানের সময় ইফতার করা হয় বা এটি ইফতারের সময়। সৌদি আরবের আজকের ইফতার হবে সন্ধ্যা 06:03 টায়।