সিঙ্গাপুর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : রমজানের সময়সূচি
সিঙ্গাপুর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় 2025 : রমজানের সময়সূচি

সিঙ্গাপুর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : সিঙ্গাপুর সিটি রমজানের সময়সূচি ক্যালেন্ডার 2025 জেনে নিন। মধ্যপ্রাচ্যের মধ্যমণি হচ্ছে ছোট দেশ সিঙ্গাপুর, যার রাজধানী শহরের নাম হচ্ছে সিঙ্গাপুর সিটি। চোখ ধাঁধানো জমকালো সব আয়োজনে সাঁজে সিঙ্গাপুরের পুরো শহর বিশেষ করেই পর্যটকদের জন্য, যার কারণেই বিশ্বের প্রতিটি দেশের মানুষ সেখানে যায় ঘুরতে, বেড়াতে। তেমন ভাবেই এই সিঙ্গাপুরকে মানুষের সাথে উন্নত করতে প্রয়োজন নানা কাজের ক্ষেত্রে বিভিন্ন দেশের কর্মীর।
এতে যুক্ত হয়েছে বিশেষ ভাবেই প্রবাসী বাংলাদেশীরা, সাধারণত অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরে কাজের ক্ষেত্র ও বেতন ভাল হওয়াতে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। সাধারণত সিঙ্গাপুর ইসলাম ধর্মের দেশ না হলেও, বাংলাদেশী, ভারতীয় এবং পাকিস্তানের অনেক প্রবাসী রয়েছে। যাদের রমজানের রোজা করতে প্রয়োজন সিঙ্গাপুরের আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫।
Headlines 📰
সিঙ্গাপুর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫
পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ সিঙ্গাপুরের আকাশে দেখা গেছে, যার সৌদি আরবের একদিন পরে। এতে করে ২রা মার্চ, ২০২৫ তারিখ (রবিবার) সিঙ্গাপুরে রমজানের প্রথম রোজা শুরু হবে। যার কারণে দেশটির বিভিন্ন শহরে থাকা প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা ইতোমধ্যেই রমজানের রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে। কারণ আমরা জানি যে, মাহে রমজানের সিয়াম আমাদের মুসলিমদের উপর মহান আল্লাহ্ তাআলা করেছেন ফরজ। রমজানের রোজা গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আপনার জানার দরকার পরবে সেহরি ও ইফতারের সময় সূচি। এতে করে জেনে নিন! সিঙ্গাপুর আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ যা আপনাকে প্রতিটি রোজাতে সাহায্য করবে ইনশাআল্লাহ্।
রমজানের সময় সূচি 2025 সিঙ্গাপুর সিটি
আকারে বাংলাদেশের চেয়ে অনেক বেশি ছোট একটি রাষ্ট্র হলেও সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ২০০ বছর এগিয়ে রয়েছে। কারণ সিঙ্গাপুর এমন একটি দেশ যা বিশ্বের অন্যান্য বড় দেশ গুলোরও রোল মডেল বলা চলে। এই সিঙ্গাপুরকে উন্নত করতে প্রবাসী বাংলাদেশীদের অবদান অনস্বীকার্য, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের সিঙ্গাপুর। সেই প্রবাসী ভাইদের কিছুটা সাহায্য করতেই রমজানের সময় সূচি 2025 সিঙ্গাপুর সহ রাজধানী সিঙ্গাপুর সিটির জন্য।
ইতালি আজকের ইফতার টাইম ও সেহরির শেষ সময় ২০২৫ : রমজানের সময়সূচি
সিঙ্গাপুর ইফতার টাইম ২০২৫
হিজরি ১৪৪৬ সনের পবিত্র মাহে রমজান মাস এখন আমাদের মাঝে বিরাজমান, চলছে প্রথম দশক। আজ সিঙ্গাপুরের প্রথম রমজানের রোজার ইফতার টাইম সন্ধ্যা ০৭:২০ টায়।
সিঙ্গাপুর সেহরির শেষ সময় ২০২৫
অন্যদিকে সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসীরা এখন জানতে চায়, সিঙ্গাপুরের আজকের সেহরির সময় সূচি। সাধারণত শাবানের পর রমজানের চাঁদ দেখার পর থেকেই রমজান মাস গণনা শুরু হয়। এতে করে ২রা মার্চ সিঙ্গাপুরের আজকের সেহরির শেষ সময় ভোর ০৬:০৬ টায়।